(Berajale Ghanada)
Author: Premendra Mitra
Producer: Ghanada Club
Synopsis: রাস্তায় সর্বত্র নাকি পোস্টার – “ঘনাদাকে ভোট দিন”। ভাবা যায়? ঘনাদা ভোটে দাঁড়াচ্ছেন! যারা ঘনাদাকে দাঁড় করাচ্ছেন সেই ইলেকশন বাবুরা তাকে নিতে এসেছে শুনেও ঘনাদা নির্বিকার! সাজানো লোক দিয়ে যখন ঘনাদাকে জব্দ করার কায়দা পুরো রেডি, ঠিক তখনই ঘনাদা শুশুক তথা ম্যানাটির গল্প শুরু করে দিলেন। তখন হাইতির দুই ক্ষমতালোভী দল দুভালিয়ের আর বার্বটের মধ্যে তুমুল লড়াই চলছে। ভুডুর আসরে মানে ঝাড় ফুঁক বা তন্ত্রমন্ত্রের আসরে ঘনাদা গিয়ে বুজরুকি ধরে ফেলেন। ঘনাদার কায়দাকানুনে মন্ত্র পড়ে ওঝা তার কাঠিকে তিলমাত্র নড়াতে পারে না। উলটে ঘনাদা ম্যাজিকের বিদ্যে প্রয়োগ করে তার মর্জি মতো কাঠি নাচিয়ে তাক লাগিয়ে দেন। তারপর যা হুয়। হাইতিতে একদিকে ঘনাদার জনপ্রিয়তা বাড়তে থাকে। সমান তালে বাড়তে থাকে শত্রুও। তার কাছে এসে হাজিরও হয় মন্ত্রগুপ্তি শেখার জন্য। তাদেরকে পারিমা হ্রদে শুশুক ছাড়ার কথা বলতে তো চক্ষু চড়ক গাছ। তারা ঘনাদাকে দিয়ে ডোরাডোর কুবেরের গুপ্ত ভান্ডার বাগানোর তাল করে। অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ঘনাদাকে রাজি করাতে চায়। বলাবাহুল্য ঘনাদার কৌশলি প্যাঁচে ধরাশায়ী। জলের তলার আগাছা খেয়ে পরিস্কার করে রাখা শুশুকের দলের পাহারার দায়িত্ব দিয়ে আসেন ঘনাদা কাপলানকে। কিন্তু তিনি শর্তে রাজী হন। ঘনাদা কোনদিন ভোটে দাঁড়াবেন না। শর্ত ভঙ্গ করলে কাপলান যখের ধন আগলানো থেকে সরে আসবেন। তো ঘনাদা কি সামান্য ভোটে দাঁড়িয়ে এই মহান শর্ত ভঙ্গ করতে পারেন?
Privacy Policy | Powered by Ghanada Club (www.ghanada.com)