ঘনাদার দুনিয়া

ঘনাদা ফিরলেন

Share:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram

Author: Premendra Mitra
Producer: Ghanada Club

Synopsis: ঘনাদা নিরুদ্দেশ! বেতার বিজ্ঞপ্তির নিরুদ্দেশ সংক্রান্ত সংবাদও তাই বলে। এ যেন বিনা মেঘে বজ্রপাত। কদিন একটু অস্থির অস্থির ভাব যে ছিলো না তা নয়। চা দিতে গিয়ে আমাদের বনোয়ারিরও নজরে পড়েছে।

দুশ্চিন্তায় যখন সকলের দুচোখ ছানাবড়া – তখন আবার খবর এলো নিচে শালওয়ালা রশিদ খাঁ এসেছে দেখা করতে। আসলে গোটা বিশ্বজুড়ে তো ঘনাদা ভক্ত মানুষের সংখ্যা কম নয়। কবে একবার ঘনাদার পাল্লায় পড়ে শাল সম্পর্কিত জ্ঞানগরিমায় মুগ্ধ হয়েছিলো রশিদ খাঁ। তাকে বিদায় করে পরাশর বর্মার কাছে ঘনাদার খোঁজে যেতে তাই একটু দেরীই হয়ে গেল সকলের।

পরাশর বর্মা তখন বন্ধু কৃত্তিবাস ভদ্রের সাথে বিগলিত কাব্যচর্চায় নিবেদিত প্রাণ। অপেক্ষায় অপেক্ষায় শুধু কাব্য নমুনাই গিলে যেতে হলো। সে নমুনার মধ্যে আদৌ কোন সমাধান সূত্র ছিল কিনা কে জানে। কেটে যাচ্ছে দিন। ঘনাদার দেখা নেই। পরাশর বর্মার ধাঁধাঁ ছড়া নিয়ে তখনো সূত্র নিঃসরণের চেষ্টা। হঠাৎ ফিরে এলেন ঘনাদা।

কিন্তু এ কোন ঘনাদা ? পায়ে বিদ্যাসাগরী হলদে চটি , পরণে সাদা ধুতি পাঞ্জাবী , কাঁধে গেরুয়া চাদর, মাথায় গেরুয়া গান্ধী টুপি। এসেই রামভুজকে খাবারের জন্য দীর্ঘ ফরমায়েশি ফর্দ। অতিকষ্টে জানা গেল তিনি নাকি হিপিদের হোটেলে উঠেছিলেন সাত দিনের জন্য সামান্য একটা চুম্বকের জন্যে। ব্যাস এরপর আর বাকী থাকে ? শুনতে হলো চুম্বক সংগ্রহের ব্যাখ্যা। এক দুশমনের সব কারসাজি ভেস্তে দেবার অতি চমৎকৃত কাহিনী।

ঘনাদার দুনিয়া

Choose Content Category
Powered by Ghanada Club