(Berajale Ghanada)
Author: Premendra Mitra
Producer: Ghanada Club
Synopsis: ইনিসিওর করা রেজেস্ট্রি চিঠি ঘনাদার নামে আসবে না তো কি পাড়ার ভুতোর নামে আসবে? কী ছিল সেই চিঠিতে? ছিল কটা রঙিন সুতো। গাঁটপড়া রঙিন সাধারণ সুতো পৃথিবীর সবচেয়ে রহস্যময় ঠ্যাঙ্গাড়ে জাতি শাভান্তের সন্ধানে ব্রেজিলের মাত্তোগসসোর জঙ্গল দিয়ে চলেছেন ঘনাদারা। শাভান্তেদের মোটা মোটা লাঠি দিয়ে মানুষ মারতেই আনন্দ। ভয়ংকর জানোয়ারদের থেকেও দ্রুত তাদের নিঃশব্দ গতি। দুবছর আগে পর্যটক সেনর বেরিয়েন এখানে নিরুদ্দেশ হয়ে যান। তাকে খুঁজতে গিয়ে আর ফেরেন নি ডন বেনিটো নামে এক শিকারিও। ঘনাদারা জঙ্গলের মধ্যে তাঁবু ফেলেছেন। নানান পাখপাখালি আর হাড় হিম করা বন্য প্রাণীর ডাক। এসব শাভান্তেদের চাতুরি। শত্রু খতমের রণণীতি। কিন্তু ঘনাদার মগজাস্ত্রর সাথে পারবে কেন? পালটা ডাক শুরু করল সর্ববিদ্যা বিশারদ ঘনাদা। সেই ডাক অনুসরণ করে মিলল একটা তাঁবু। ভেতরের লোকটাকে ঘনাদার নিজস্ব স্টাইলে বাইরে এনে চুপিসাড়ে ঢুকে ঘনাদার ততক্ষণে যা দেখার যা জানার যা নেওয়ার সব সম্পন্ন। নিশ্চিত হয়ে নিলেন ইনিই বেনিটো। আগেই ঘনাদা সব বলে গেলেন। দেখিয়ে দিলেন হাতের মুঠো খুলে সেই রঙিন সুতো – সাড়ে চারশো বছর আগের পেরুর ইংকা সভ্যতার কিপু। শক্তিতে কেড়ে নিতে চেয়েছিলো সম্পদলোভী বেনিটো। তাকে ঘায়েল করতে হলো। তবু মায়া। বছরের পর বছর লোকটা এই জঙ্গলে পড়ে কিপুর মানে উদ্ধারের জন্যে। দু বছর সময় দিলেন ঘনাদা।
দু বছর অতিক্রান্ত। ব্যর্থ বেনিটোই সেই কিপু বা রঙ্গিন সুতো পাঠিয়েছে রেজেস্ট্রি ডাকে।
Privacy Policy | Powered by Ghanada Club (www.ghanada.com)