Author: Premendra Mitra
Producer: Ghanada Club
Synopsis: জব্বর খবর। ঘনাদা মেস ছেড়ে চলে গেছেন। একেবারে তল্পিতল্পা গুটিয়ে। কারণ ? এভারেস্টের মাথায় টুপি রেখে আসার জ্যান্ত সত্যিটাকে সবাই মিলে সন্দেহ করার স্পর্ধাটাকে নিতে পারেন নি ঘনাদা। তাই ঘনাদার অচানক অন্তর্ধান। আর তার পরেপরেই কিনা এক ন তুন দাদার প্রবেশ ঘনাদার সেই চির পরিচিত মেসের নির্দিষ্ট ঘরে! তার মুখ থেকেই জানা গেল সেই হাড় হিম করা মারাত্মক সংবাদ – ঘনাদা নাকি আর ফিরবে না। বার্লিনে কাইজার উইলহেল্ম স্ট্রাস নামক রাস্তায় নাকি সে রকমই সিদ্ধান্ত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ধ্বংসমুখী বার্লিনের পথঘাট। কালী পুজোর আতসবাজীর মতো চারদিকে বোমা গুলি গালা চলছে। তার মধ্যে নাকি হিসেবের কল তৈরীর পথিকৃৎ ডঃ বেনারকে নিতে ঘনাদা এসেছেন। খাঁড়ির মধ্যে – সমুদ্রের মধ্যে – নানান জলযানের সাহায্যে তারা নাকি তুমুল খোঁজাখুঁজি চালাচ্ছেন। পাচ্ছেন আর না। অবশেষে একদিন তার দেখা মিলল। জানা গেল তার আশ্চর্য বিপদের কাহিনী। বেনার নাকি বুঝতে পারছেন যে তিনি আর কল কে চালাচ্ছেন না , উলটে কলই তাকে চালাচ্ছেন। তার নিজের তৈরী যন্ত্র প্রশ্নের উত্তর দিতে তৈরী। কিন্তু থামা যাবে না। ক্রমাগত প্রশ্ন তাকে করে যেতেই হবে। আর উত্তর তো তার একেবারে নখের ডগায়।
অবশেষে ঘনাদার প্রত্যুৎপন্নমতিত্বেরই জয় হলো। একটা শুধু মোক্ষম প্রশ্ন। আর সেই প্রশ্নেই রোবট কুপোকাত। প্রশ্নটা হলো – গাছ আগে না বীজ আগে ? ঘনাদার পক্ষেই যে এটা সম্ভব।
Privacy Policy | Powered by Ghanada Club (www.ghanada.com)