(Ghanada Kulpi Khan Na)
Author: Premendra Mitra
Producer: Ghanada Club
Synopsis: বাপরে বাপ! কী সাংঘাতিক কান্ড! ঘনাদার মতো অমিত পরাক্রমী বীরের কিনা সামান্য নারকুলে পোকা দেখে এমন ভয়! চেয়ার টেবিল উল্টে পড়ি কি মরি করে সিঁড়ি বেয়ে এমন দুদ্দাড় গতিতে ছুটে আসা ?
উঁহু। ঘনাদা অতো সহজে হারবার পাত্র ? শুরু হলো তাঁর সেই স্বভাবসিদ্ধ ভঙ্গীতে ব্যাখ্যান। পোকা ব্যাখ্যান। সিস্টোসার্কা গ্রিগেরিয়ার গল্প। ঘনাদা যখন লাটাভিয়ার রাজধানী রিগা থেকে আফ্রিকার বিভিন্ন অংশ ঘুরে বেড়িয়ে ছিলেন একটা পোকার জন্য তার গল্প।
দুই ইহুদি ভাই ভরনফ ও জ্যাকব রথস্টাইন কিভাবে ছাড়াছাড়ি হয়ে যায় তার বিবরণ। পরিস্থিতির চাপে ভরনফ খাঁটি প্রুশিয়ান হয়ে যেতে বাধ্য হয়। এই জেনারেল ভরনফের সাথে ঘনাদার বন্ধুত্ব শিকারকে কেন্দ্র করে। কখনো নাইপার নদীতে – কখনো কঙ্গোর জঙ্গলে – কখনো মাসাইদের সঙ্গে। ভরনফের গোঁড়া ইহুদি ভাই জ্যাকব রথস্টাইনের অনড় জাতিপ্রেম। ইহুদি বিদ্বেষের চরম অত্যাচারে লাঞ্ছনায় নির্যাতীত জ্যাকব রথস্টাইন প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ। আফ্রিকার গহন জঙ্গলে সি সি মাছ আবিষ্কারের ভান করে বছরের পর বছর তার পরিকল্পনা কীভাবে ঝাঁক ঝাঁক পোকা বাহিনী দিয়ে সে আঘাত হানবে সভ্যতায়।
কিন্তু আমাদের একমেবাদ্বিতীয়ম ঘনাদা – গোটা আফ্রিকা ঘুরে বার এল আরব নদীর ধারে বিশ্বের উচ্চতম মানুষ ডিঙ্কাদের দেশে সাত ফুটিয়া এক মাঝি আর একটি ছোট ডিঙি নিয়ে পারবেন কি ঐ খাঁটি ইহুদি ভাই জ্যাকব রথস্টাইনের মানবঘাতী পরিকল্পনাকে – মহাপ্রলয়কে থামাতে ?
Privacy Policy | Powered by Ghanada Club (www.ghanada.com)