ঘনাদার দুনিয়া

ধুলো

Share:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram

Author: Premendra Mitra
Producer: Ghanada Club

Synopsis: ফ্লোরা না ডোরা কারো একটা খোঁজে আমাদের ঘনাদা। ঘনাদাও কিনা মহিলাদের খোঁজে ? ভাবা যায় ? নাহ ভুল ভেঙেছিল পরে। ফ্লোরা আর ডোরা আসলে হলো বিখ্যাত তুফান-ঝড়। একা ফ্লোরাই তো সাত হাজার একশো তিরানব্বুই জনকে সাবাড় করেছে। শুধু এরাই তো নয়। ফ্লোরা, হিল্ডা, হেজেল, হ্যাটি, ডোনা, ক্লিও , অড্রে – এক একতা শতনামের শতমারি। তো এরকম ভয়ালভয়ঙ্কর খুণে ফ্লোরা ডোরাদের জন্য ঘনাদার কেন মাথাব্যথা ? আহা! এদের মতো শ্রীমতি ভয়ঙ্করীদের সামলানোর জন্য ঘনাদা ছাড়া আর কে আছে এ ত্রিভুবনে ?

নাহ। ঘনাদা কিন্তু সামলে ছিলেন তাদের সহজেই। না, সামলাবেন এটা জানাই ছিল। তবে সামলানোর উপায়টি অত্যন্ত অবাক করার মতো। সামলেছেন সামান্য ধুলো দিয়ে। হ্যাঁ, সামান্য ধুলো।

কারি নামের এক বন্ধুর সাথে তখন ঘনাদা বেল দ্বীপের একটা সুলুপে থাকেন। পঞ্চমুখী শংখ সংগ্রহের নেশায়। সমুদ্রের বুক চিরে তাদের তোলপাড় ঘোরাঘুরি। প্রভিডেন্স প্রণালীতে হঠাৎ তুফান ডাকিনী লরা জাগতে শুরু করল। কারি তখন সভয়ে কাঁপছে – কাঁদছে। কিন্তু অকুতোভয় বীর ঘনাদা হারপুন কামানে ধুলোর গোলা ঠেসে নিয়ে অপেক্ষায় যুদ্ধের জন্য। একসময় লরা ভয়ঙ্করী হয়ে উঠতেই ঘনাদা তাগ করে ছুঁড়লেন ধুলোভরা গোলা। ব্যাস অবিশ্রান্ত বৃষ্টিধারায় ঝরে পড়া লরা নেতিয়ে কাত। কী সেই ধুলো ? সিলভার আইয়োডাইড। ঘনাদার সাথে পেরে ওঠা সত্যিই দায়।

ঘনাদার দুনিয়া

Choose Content Category
Powered by Ghanada Club