Author: Premendra Mitra
Producer: Ghanada Club
Synopsis: অমন তাবড় বীর ঘনাদার কিনা বাঁধানো দাঁত ? ধরা পড়েও অপ্রস্তুত হওয়া তো ধাতে নেই। তাই বাঁধানো দাঁত দিয়ে কী ঐতিহাসিক কাণ্ডটাই না ঘটিয়েছিলটা, তা বোঝাতেই মাছ ধরা নিয়ে জ্ঞানের ঝাঁপি খুলে ছিলেন ঘনাদা। বলছিলেন নীলিমার কথা। না না, মেয়ে নয়। মাছ। সাত হাত বিশমনি পেল্লায় টুনি। ক্যালিফোর্নিয়ার অ্যাভালন শহরে টুনা ক্লাব বিপদে। টুনি বিপজ্জনক ভাবে টোপ না গিলে জলকন্যার মতো কোন কায়দায় সুতো কেটে বেরিয়ে যায়। মাছশিকারীরা খুব বেকায়দায়।
টুনি মাছ শিকার করতে যাওয়া ডে-কস্টার নিখোঁজ। তাই অ্যাভালন শহরে তার খোঁজে ঘনাদা। কিন্তু ভাগ্য বড়ো করুণ। দেখল এসেছে ডে-কস্টার মৃতদেহ। সেই ঘনীভূত রহস্য উদ্ধারে ঘনাদাও নীলিমা শিকারে নিবেদিতপ্রান। কিন্তু বারংবার নীলিমা অবিশ্বাস্য ভাবে সুতো কেটে পালায়। রোখ চেপে যায় ঘনাদার। ক্যালিফোর্নিয়ার নিউ পোর্ট শহরে ধনী সভ্য বেনিটোর নিমন্ত্রনে ঘনাদাকে যেতে হল তার জাহাজপার্টিতে। সেখানেই জানা গেল ডেকস্টার মৃত্যুরহস্য।
উদ্ধত বেনিটো দৈহিক শক্তিতে টেক্কা দিতে চেয়েছিলো। কিন্তু ঘনাদার কাছে সে পারবে কেন ? উদ্ধার হলো বৈজ্ঞানিক এন্টনি ফিশার। যাকে দিয়ে দূর থেকে চালানো অস্ত্র তৈরী থেকে কোবাল্ট বোমা তৈরির অংক সবই লেখানো হয়েছে। টরপেডোর মতো জলে ডোবা অস্ত্র দিয়ে টুনিশিকারীদের ছিপের সুতো কেটে নীলিমাকে অজেয় করার প্রমাণ লুকিয়ে ছবি তুলে ঘনাদা পাঠিয়ে দিয়েছেন নিউপোর্টের সমুদ্র উপকূলে। ক্যামেরা ? লুকোনো ছিলো ঘনাদার বাঁধানো দাঁতে।
Privacy Policy | Powered by Ghanada Club (www.ghanada.com)