(Ghanada Firlen)
Author: Premendra Mitra
Producer: Ghanada Club
Synopsis: “অবিশ্বাস্য” শব্দটার সাথে ঘনাদার তো গাঁটছড়ার সম্পর্ক। তাই চমকাবার তেমন কিছুই নেই। কিন্তু তাই বলে ঘনাদার হাতে কিনা কুড়ি টাকার নোট! শুধু তাই নয়। ঘনাদা কিনা কুড়ি টাকা দিয়ে রামভূজকে বিরিয়ানি, চিংড়ির মালাইকারি আনতে দিচ্ছেন! পেস্তা দেওয়া সেমুই পায়েসের ব্যবস্থা করতে বলছেন! না, এখানেই শেষ নয়। অন্য পকেট থেকে ঘনাদা কিনা বার করছেন সিগারেটের নতুন টিন!
এই দিলদরিয়া শাহানশাপনার কারণটিও ততোধিক অবিশ্বাস্য। উর্তাদো কার্লসের চিঠি এসেছে। ব্রাজিলের কারেন্সি ভাঙাবার অসুবিধা বলেই ভারতীয় মুদ্রায় বদল করে সেই টাকা এসে পৌঁছেছে। মনে হতে পারে যে সামান্য পঞ্চাশ টাকা পাঠিয়েছে কিনা এত ঝামেলা করে ? কিন্তু না। উর্তাদোর মতো হাড়কঞ্জুস পঞ্চাশ টাকা বের করেছে তাই যথেষ্ট।
স্বাভাবিক ভাবেই এসে গেল উর্তাদোকে নিয়ে ঝড়ের রাতে দক্ষিণ আটলান্টিকের অকূল সমুদ্রে একটা ওলটানো ভেলা ধরে ভেসে থাকার রুদ্ধশ্বাস কাহিনী। মাথার টুপি থেকে একটা বড়ি বের করে উর্তাদোর মুখে দিয়ে তাকে বাঁচানোর মরিয়া চেষ্টা। ব্রেজিলের কাবেদেলা বন্দর থেকে পঞ্চাশ মাইল দূরের একটি ছোট দ্বীপের নিলাম ডাকাকে কেন্দ্র করে ঘনাদার এই চরম বিপদের মুখোমুখি হওয়া। এই নিলামকে কেন্দ্র করেই উর্তাদোর জ্ঞাতিভাই দে দিয়সের সাথে সংঘাত। সে সংঘাতে যে ঘনাদা জিতবেনই তা তো স্বাভাবিক ব্যাপার। শুধু এই সামুদ্রিক অভিযানকে তিনি কিনা গৌরবগাথায় পরিণত করলেন সামান্য একটা ভেলার সাহায্যে! নাহ, এ অবিশ্বাস্য জয় ঘনাদার পক্ষেই সম্ভব।
Privacy Policy | Powered by Ghanada Club (www.ghanada.com)