(Ghanada Kulpi Khan Na)
Author: Premendra Mitra
Producer: Ghanada Club
Synopsis: মহা মুশকিল। ঘনাদা তার মেসের ঘরে আরও একটা জানালা তৈরী করতে চান। কিন্তু মালিক রাজী হবে কেন ? তাছাড়া দক্ষিণ দিকে অতটা জায়গাও নেই। বাড়তি জানালার কারণ হিসাবে ঘনাদা দাখিল করেছেন, বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস হারানোর হিসাব। দুদিন ধরে সেই সব জিনিসপত্র সংগ্রহ করতে গিয়েও ব্যর্থ। সব মাপ মতো কেনা বা জোগাড় করা কি চাট্টিখানি কথা!
তবে আমরা যারা অসম্ভব গুণগ্রাহী ঘনাদার হাল ছাড়ব কেন ? সব কিছু মাপে না মিললে কি হবে – নানান ব্যাখ্যায় আমাদের প্রমাণ করার মোক্ষম চেষ্টা যে আগেরটা যাই হোক , এই নতুন সংগৃহীত জিনিসটি আগের চাইতেও ভালো। কিন্তু ঘনাদার মেজাজ আজ যেন বড্ডো তিরিক্ষে। এমনকি খাওয়াদাওয়ার লোভনীয় টোপেও ঘনাদাকে আজ কায়দা করা যাচ্ছে না! বেশি গোল বাধল সামান্য একটা কান খুশকি নিয়ে। কানের খুশকি নিয়ে উপরচালাকির ঢঙে গৌর ফোড়ন কেটেছে – আট দশমিক ঊন আশি।
কিন্তু ইনি যে সেই আদি অকৃত্রিম বিস্ময়মানব ঘনশ্যাম। কান থেকে খুশকির স্পর্শসুখ নিতে নিতে মন্তব্য –এটা নাকি তিয়াত্তর ঢেউ বেশি। ব্যাস। এরপর আমাদের গল্প শোনার উন্মুখ কৌতূহল আর ঘনাদার গল্প শোনাবার উদগ্র বাসনার তুমুল লড়াই। প্যারিসের কাছে রাখা দুজায়গায় লাইন কাটা প্ল্যাটিনাম ইরিডিয়ামের বার নয়, দুর্লভ গ্যাস ক্রিপটন – ৮৬ র গল্প। আর তাতেই ঘনাদার কেল্লা ফতে।
Privacy Policy | Powered by Ghanada Club (www.ghanada.com)