ঘনাদার দুনিয়া

নাচ

Share:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram

Author: Premendra Mitra
Producer: Ghanada Club

Synopsis: যখন বিদঘুটে কোন টেলিগ্রাম আসে – যাকে বলা যায় অত্যন্ত রহস্যজনক – আর ৫ টা সাধারণ বাঙালির যা হয় ঘনাদার ঠিক তার উলটো। হবেই তো। তিনি যে এক ও অদ্বিতীয় ঘনাদা। বিচিত্র সব আঁকিবুকি করা টেলিগ্রাম আসার পর কোন ভয় ভাবান্তর নেই ঘনাদার মুখ ভূগোলে। বরং নিশ্চিন্তে ভাবসমৃদ্ধ গল্পের আসরে দিব্যি মেতে গেলেন তিনি।

সুদূর দক্ষিণ আমেরিকার বলিভিয়া। তারই উত্তর পূর্বের বেনি নদীর জলা বাদার অজানা অগম্য অঞ্চল। সেখানে নদীর চরে বাঁধা অবস্থায় বন্দী হয়ে পড়ে আছেন প্রিয় ঘনাদা। বলিভিয়ার আজব লজঝড় ট্রেনের ছাদে আসতে গিয়ে আহারার সাথে পরিচয়। কিসব খনি টনির দলিল আনতে দেশের বাড়ি যাচ্ছে সে। জঙ্গলের মাঝে ট্রেন বিগড়োলো। আহারার সাথে অদ্ভূত বাজি। আর তার পরিণতি এরকমভাবে ঘনাদার নদীর চরে পড়ে থাকা।

আচ্ছা বেকায়দার পরিস্থিতিতে পড়লে মানুষ কী করে ? হতভম্ব হয়ে যায়। বাঁচবার চেষ্টায় চিৎকার চেঁচামেচি করে। কিন্তু ঘনাদা পকেট থেকে নোটবুক পেন্সিল বের করে নানান নক্সা আঁকতে বসলেন। সেই নকশার জোরেই ঘনাদা দুদিনে নির্বাসনের চর থেকে বেরিয়ে মাদ্রে দে দিয়স আর বেনি নদী যেখানে মিশেছে সেখানে মোরেনো শহরে পৌঁছে সরকারি প্লেনে পরের দিনই পুয়ের্তো সুয়ারেজএ পৌঁছে গেলেন। দলিল নিয়ে একপ্রস্থ দৈহিক উচিৎ শিক্ষা দিতেই আহারা পুরো কব্জায়। আহারার কৌতূহল নিরসনে বেশি সময় নেননি ঘনাদা। নকশার ছবিগুলোতে নানাধরণের নৃত্যায়ত আঁকিবুকির ব্যাখ্যা দিতেই চক্ষু চড়কগাছ আহারার – সেই সাথে গল্পের শ্রোতাদেরও।

Here's more...

ঘনাদার দুনিয়া

Choose Content Category
Powered by Ghanada Club